‘জিততেই হবে এমন কথা নেই, ধারাবাহিকতা ধরে রাখতে চাই’

0

লোকসমাজ ডেস্ক॥ মাউন্ট মঙ্গানুইয়ে বে ওভাল টেস্টে বাংলাদেশ তো এখনও পর্যন্ত দুর্দান্ত খেলেছে। পুরো চারটি দিনই আধিপত্য বিস্তার করে খেলছে। এখনও পর্যন্ত জয়ের পথেই হেঁটে যাচ্ছে টাইগাররা। শেষ দিনে যদি আগের চারদিনের ধারাবাহিকতা বজায় থাকে এবং নিজেদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে ইতিহাস গড়া সম্ভব হবে বলে মনে হচ্ছে ক্রিকেট বোদ্ধাদের। নিউজিল্যান্ডের এখনও পর্যন্ত লিড দাঁড়িয়েছে কেবল ১৭ রানের। এখনও ৫টি উইকেট আছে তাদের হাতে। সবচেয়ে বড় কথা উইকেটে অভিজ্ঞ ব্যাটার রস টেলর আছেন। এমন পরিস্থিতিতে শেষ দিনে বাংলাদেশের লক্ষ্য কী। কতটা টার্গেট আশা করছে বাংলাদেশ? যেটা হলে জিততে পারবে?
চতুর্থ দিনের খেলা শেষে অবধারিতভাবেই এই প্রশ্নটি উঠে এলো বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটার লিটন কুমার দাসের কাছে। তাকে জিজ্ঞাসা করা হলো, কেমন টার্গেট আশা করছেন? জবাবে লিটন জানালেন, এখনই জয়ের কথা চিন্তা করছেন না তারা। কারণ, শেষ দিন ব্যাটিং করতে বেশ কষ্ট করতে হবে। তবে এখনও পর্যন্ত যেভাবে খেলে আসছেন, সেটা ধরে রাখতে চান। লিটন বলেন, ‘দেখেন এটা খুবই সহজ বিষয়। কাল নতুন একটি দিন। উইকেট অতটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ, যত দিন যাচ্ছে, উইকেটের কিছু না কিছু কাজ করছে। আমাদের চেষ্টা থাকবে যত কমে তাদের অলআউট করে দেয়া যায় এবং সেই রানটা চেজ করা যায়। কারণ যত কম দিব ওই রানটা আমাদের চেইজ করতে হবে। খুব একটা সহজ হবে আমাদের ইনিংসটা, সেটিও কিন্তু না। আমাদের অনেক পরিশ্রম করে ব্যাটিং করতে হবে। আমরা অনেক কুল এন্ড কাম আছি। আমাদের জিততেই হবে এমন কথা নেই। আমরা একটা প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছি। এতক্ষণ সেই প্রসেসটা ধরে রেখে সফল হয়েছি, সামনেও হব বলে আশা করছি।’ কিউইদের যে ৫টি উইকেট পড়েছে, সেখানে তাসকিন নিয়েছেন ১টি, এবাদত নিয়েছেন ৪টি। স্পিনারদের বলে কোনো বিপদই ঘটেনি নিউজিল্যান্ডের। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ টানা বল করে গেলেও কোনো উইকেটের দেখা পাননি। এ নিয়ে জানতে চাইলে লিটন দাবি করেন, ‘মিরাজ প্রথম ইনিংসে তো অনেক ভাল বোলিং করেছে। কিছু থাকে, যেমন মাঝেমাঝে সব কাজে সফলতা আসে না। ওর দুই তিনটা ক্যাচ মিস হয়েছে। ওভারঅল মিরাজ অনেক ভাল বল করেছে। আমার মনে হয় পরের দিন ও আরও ভাল কিছু করবে।’ মিরাজ আর ইয়াসির রাব্বির জুটির কারণেই শেষ দিকে কিছু রান উঠেছে এবং লিডটা ১৩০ রানের হয়েছে। এই জুটি সম্পর্কে জানতে চাইলে লিটন বলেন, ‘জী জী, অবশ্যই। মিরাজ ও রাব্বির যেই পার্টনারশিপ আমাদের যে স্কোরটা দিয়েছে, সেটা দলকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আমরা চাচ্ছিলাম, ভাল অন্তত ১০০ বা ১২০ রানের একটা লিড যেন হয়। যদি ১৫০ হত তবে খুবই ভাল হত। আমাদের প্ল্যানিংয়ে ছিল, উইকেটে যতখানি রান করা যায়, তার চেয়ে বেশি যেন বল খেলা যায়। কারণ আমরা যতক্ষণ খেলব, খেলা ততক্ষণ আমাদের হাতে থাকবে। আমার মনে হয় মিরাজ ও রাব্বি খুবই ভাল করেছে আজকে।’