‘বাংলাদেশের সুপারস্টার হতে পারে জয়’

0

লোকসমাজ ডেস্ক॥ প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের কাছ থেকে ক্রিকেটের অভিজাত সংস্করণের ক্যাপ পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু প্রিয় ক্রিকেটারের কাছ থেকে ক্যাপ পাওয়া, মাঠে সার্বক্ষণিক সঙ্গ– কোনও কিছুই তার পক্ষে আসেনি। পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে দুই ইনিংস মিলে জয় করেছেন মাত্র ৬ রান! প্রথম টেস্টে ব্যর্থ হলেও অধিনায়ক মুমিনুল হকের কাছে জয় ভবিষ্যতের ‘সুপারস্টার’। বাংলাদেশ সময় শনিবার ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে আজ (শুক্রবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন সেঞ্চুরি করলো, তখন ওকে (জয়) দেখে ভালো লেগেছিল। আমি ওকে নিয়ে খুবই আশাবাদী। আমার মনে হয়, পরবর্তীতে বাংলাদেশের সুপারস্টার হতে পারে। আমি ওকে নিয়ে ইমপ্রেস। আশা করি, সে ভালো ক্রিকেট খেলবে। তার বড় খেলোয়াড় হওয়ার সুযোগ আছে।’ ভালো করেই আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বিবেচনায় আছেন জয়। কেননা এই কন্ডিশনে তার ভালো করার রেকর্ড আছে। প্রস্তুতি ম্যাচে ১৩১ বলে ১১ চারে ৬৬ রান করার আগে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে দারুণ দুটি ইনিংস খেলেছিলেন। একটিতে সেঞ্চুরি, আরেকটিতে ৯৯ রান করেছিলেন। দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে দীর্ঘদিন ধরে নেই। তার অবর্তমানে সাদমান ইসলাম ও সাইফ হাসান ভূমিকা রাখতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে ঢাকার দ্বিতীয় টেস্টে সাইফের বদলে সুযোগ দেওয়া হয়েছিল জয়কে। নিউজিল্যান্ডে সাদমান ও জয়ের সঙ্গে আছেন টি-টোয়েন্টির ওপেনার নাঈম শেখ। যদিও প্রথম টেস্টে সাদমানের সঙ্গে জয়ই হতে পারেন ‘পারফেক্ট’ জুটি। ওপেনিংয়ে সমস্যার কথা তুলে ধরে মুমিনুল বলেছেন, ‘দলে বাংলাদেশের মূল ওপেনার তামিম ভাই নেই। উনার জায়গায় আরেকটা খেলোয়াড় সুযোগ পাচ্ছে। এ কারণে হয়তো নতুন খেলোয়াড় নেওয়া। যারা এখন আছে তারা ভালো ওপেনার। তামিম ভাই তো বিশ্বের কয়েকজন সেরা ওপেনারের একজন। কাউকে না কাউকে তামিম ভাইয়ের জায়গা নিতে হবে। ওই হিসাবে সুযোগটা দেওয়া।’