গাইবান্ধা থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যশোরে উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ গাইবান্ধার সাঘাটা এলাকা থেকে নিখোঁজ আসাদুল আল সাদিক নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী যশোরে উদ্ধার হয়েছে। বুধবার ভোরে যশোর শহরের রেলবাজার জামে মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মিজানুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, আসাদুল আল সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলতাইর এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার পিতা একটি কলেজের প্রভাষক। এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন আসাদুল আল সাদিক।

পরিবারের লোকজন তার কোনো খোঁজ না পেয়ে এবং তিনিও বাড়ির সাথে কোনো যোগাযোগ না করায় এ বিষয়ে সাঘাটা থানায় জিডি করা হয়। পরিবারের পক্ষ থেকে জিডির পর সাঘাটা থানার এএসআই শেখর যশোরে তার সন্ধান পান।

এরপর বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহায়তায় রেল বাজার জামে মসজিদ এলাকা থেকে আসাদুল আল সাদিককে উদ্ধার করেন এএসআই শেখর। তবে পরিবারের সাথে আসাদুল আল সাদিকের যোগাযোগ না রাখার কারণ জানাতে পারেননি এসআই মো. মিজানুর রহমান।