দামুড়হুদায় ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে হজরত আলী বিশ্বাস (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হজরত আলীর ছেলে তৌফিক হাসান নাঈম বলেন,‘রাতে গুলির শব্দ ও মায়ের চিৎকারে পাশে শোবার ঘরে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। ওই সময় বাবার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল।’ তিনি আরও জানান, তার বাবা কৃষি কাজ করতেন। সীমান্ত রক্ষীবাহিনী বিজিবিকে তিনি চোরাচালান সংক্রান্ত খবর দিতেন। চোরাকারবারীরা শোবার ঘরের জানালা দিয়ে গুলি করে তার বাবাকে হত্যা করেছে। প্রতিবেশীরা জানান,চলতি মাসে ভারত সীমান্তবর্তী নাস্তিপুর ও তার আশপাশ এলাকা থেকে বিজিবি ভারতে পাচার হওয়ার আগেই বেশ কয়েকটি অবৈধ সোনার বড় চালান জব্দ করে। তারই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।দর্শনা থানার অফিসার ইনচার্জ এইচ.এম.লুৎফুল কবির বলেন, ‘হজরত আলী বিশ্বাস বিজিবিকে চোরাচালান বিষয়ে খবর দিতেন। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। এ হত্যাকান্ডের তদন্ত করে কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে দর্শনা থানায় মামলা হবে।’