দুই মাস মাঠের বাইরে উইলিয়ামসন, স্বস্তি বাংলাদেশের!

0

লোকসমাজ ডেস্ক॥ নেতা উইলিয়ামসন দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা মুম্বাই টেস্টেই টের পেয়েছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের নেতৃত্বে কানপুরে সিরিজের প্রথম টেস্টে হারের মুখ থেকে জয়সম এক ড্র নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। কিন্তু পরের টেস্টে কনুইয়ের চোটে উইলিয়ামসন ছিটকে পড়াতেই যেন শনির দশা নেমে আসে নিউজিল্যান্ডের ওপর। কানপুরে টম লাথামের নেতৃত্বে খেলতে নেমে ভারতের কাছে রেকর্ড ৩৭২ রানের বড় ব্যবধানে হেরেছে কিউইরা, সিরিজ খোয়ানোর সঙ্গে ছিটকে পড়েছে টেস্টের শীর্ষস্থান থেকেও।
এই উইলিয়ামসনকে নিয়ে এবার আরও বড় দুঃসংবাদ। জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ। সেই সিরিজে তো নয়ই, আগামী দুই মাস মাঠে নামা সম্ভব হবে না কিউই অধিনায়কের। টাইগারদের জন্য তাই আসন্ন সিরিজটি কিছুটা হলেও স্বস্তির। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‌‘কেন (উইলিয়ামসন) ঠিকভাবেই এগোচ্ছে। তবে আমি শুরুতেই বলেছিলাম, সম্ভবত বড় সময়ের জন্য ছিটকে পড়তে যাচ্ছে সে। গতবার… এটা ছিল আট কিংবা নয় সপ্তাহ। আমার মনে হয়, এবারও এতটা সময়ই বাইরে থাকতে হবে তাকে।’ স্টিড জানালেন, উইলিয়ামসনের কনুইয়ে অস্ত্রোপচার লাগবে কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। তবে ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে নিয়মিত অধিনায়ককে পাওয়া যাবে, সেটাও বলা যাচ্ছে না। কিউই কোচ বলেন, ‘আমরা নির্দিষ্ট একটা সময় বেঁধে দিচ্ছি না। তার কনুই কতটা চাপ নিতে পারে এটা একটা ব্যাপার। কারণ টেস্ট আঙিনায় ট্রেনিং এবং ব্যাটিংয়ে বাড়তি সময় দিতে হয়। কেনের কঠিন সময় যাচ্ছে। কেননা সে শুধু টেস্ট নয়, নিউজিল্যান্ডের হয়ে কোনো খেলাই মিস করতে চায় না।’