আইনজীবী সমিতির নির্বাচন

0

মাসুদ রানা বাবু ॥ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। গতকাল শুক্রবার সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। মাঝখানে জুম্মার নামাজের বিরতি দিয়ে বিকাল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন মানেই উৎসবের আমেজ। প্রতিবারের ন্যায় উৎসবের পূর্ণমাত্রা প্রায় এবারের নির্বাচন। যদিও এটি নির্বাচনী লড়াই তারপরও লড়াইয়ের মধ্য দিয়ে এদিন যশোরের আইনজীবীদের মাঝে অন্যরকম উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। মিলন মেলায় পরিণত হয় আদালতপাড়া। নির্বাচন চলাকালে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও সেখানে গিয়ে প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।