বাংলাদেশের প্রশংসা করে স্পিনারদের ধুয়ে দিলেন ইনজামাম

0

লোকসমাজ ডেস্ক॥ টেস্ট ক্রিকেটে এক সেশনেই বদলে যেতে পারে পুরো ম্যাচের ভাগ্য। সেখানে পুরো ১২টি সেশনে বাকি রয়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার চট্টগ্রাম টেস্টে। তাই প্রথমদিনের খেলা দেখেই উপসংহার টানার উপায় নাই। তবু মাঠে গড়ানো ৮৫ ওভার নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ হতেই পারে। বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, খালি চোখেই বোঝা যাচ্ছে, চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের। যেখানে লিটন দাস ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন ২০৪ রানের জুটিতে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ২০৪ রান। দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে কোনো উইকেটই নিতে পারেনি পাকিস্তান। এমন এক দিনের পর বাংলাদেশের ব্যাটারদের প্রশংসাই করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। পাশাপাশি পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নৌমান আলির সমালোচনা করতে ছাড়েননি এ কিংবদন্তি ব্যাটার। নিজের ইউটিউব চ্যানেলে প্রথম দিনের খেলা নিয়ে আলোচনা করেছেন ইনজামাম। যেখানে তিনি বলেন, ‘শুরুতেই চার উইকেট হারানোর পর যেভাবে লড়াই করেছে, অবশ্যই বাংলাদেশের ব্যাটাররা প্রশংসার প্রাপ্য। বিশেষ করে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আমি মনে করি, ইয়াসির শাহর অভাববোধ করেছে পাকিস্তান। আমি জানি না, কেন তাকে বাদ দেওয়া হয়েছে।’ দলে থাকা দুই স্পিনারের সমালোচনায় ইনজামাম বলেন, ‘আমার মতে, দলের বর্তমান স্পিনার নৌমান ও সাজিদের অভিজ্ঞতার অভাব রয়েছে। শুরুতে চার উইকেট পড়ার পর তারা সেটি কাজে লাগাতে পারেনি। এই জায়গায় শাদাব খানকে নেওয়ার কথাও ভাবতে পারতো পাকিস্তান।’