পাইকগাছায় গাছে গাছে পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা

0

জিএম মিজানুর রহমান মিজান, পাইকগাছা (খুলনা) ॥ তীব্র তাপদাহে অতিষ্ঠ প্রাণীকূল। যাতে ওষ্ঠাগত ও প্রাণ হারাচ্ছে পাখিও। এ অবস্থায় সামান্য প্রয়াসে পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবি গাছের ডালে খোলা পাত্রে রাখছে পানি।
উপজেলা পরিবেশবাদী সংগঠন বনবিবি পাখিদের পিপাসা নিবারণে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে গাছের ডালে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করছে। সকাল ও বিকেেেল পাত্রে পানি দেওয়া হচ্ছে। সারা দেশে তাপদাহে জনজীবন যেমন হাঁসফাঁস অবস্থা। তেমনি প্রাণীকুলও। দুপুরের তীব্র তাপদাহে পাখিরা তৃষ্ণায় মারাও যাচ্ছে। চলমান তীব্র গরমে ছটফট করছে, নেমে পড়ছে পাানিতে, আশ্রয় নিচ্ছে ছায়ায়। অনেক ক্ষেত্রে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। কোথাও কোথাও কুকুর-বিড়ালগুলো আশ্রয় খুঁজছে নিরাপদ জায়গা। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছার নতুন বাজারে একটি ছোট প্রজাতির পাখি গরমে ঢলে পড়ে মাটিতে। পাখিটির শরীর থর থর করে কাপছিলো। পারছিল না দাঁড়াতে বা উড়তে। এ অবস্থা দেখে স্থানীয় পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি প্রকাশ ঘোষ বিধান পাখিটি উদ্ধার করে পানি পান করান। পানি দিয়ে শরীর ভিজিয়ে ফ্যানের বাতাসে সুস্থ করে তোলেন। প্রায দুই ঘণ্টা পরে সেটা উড়িয়ে দেন। সংগঠনটি ২০১৬ সাল থেকে পাখির অভয়ারণ্য তৈরি,পাখি সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র ও ঝুড়ি বসিয়ে দেন। অব্যাহত রেখেছেন সচেতনতামূলক লিফলেট উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন।