ফারুক হত্যা: শ্যালকের স্বীকারোক্তি, শাশুড়ি-শ্যালিকা কারাগারে

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর দারুস সালাম এলাকায় ফারুক হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তার শ্যালক জাসফিকুর রহমান দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রোববার (২১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এ মামলায় ভুক্তভোগীর শাশুড়ি জাহানার বেগম ও শ্যালিকাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিন তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি জাসফিকুর স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আছিবুর রহমান তুষার তাকে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে অন্য দুই আসামির পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান আসামিদের কারাগারে পাঠিয়ে ২৩ নভেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। অস্ত্র মামলায় একমাত্র আসামি অশ্রুকে গ্রেফতার দেখানোসহ পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর আদালত এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে আগামীকাল সোমবার রিমান্ড শুনানির জন্য ধার্য করেন। এর আগে শনিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাসফিকুর রহমান ওরফে অশ্রু তার বোনের স্বামী ফারুককে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফারুক হোসেনের মা আজমেরী বেগম আটজনকে আসামি করে দারুস সালাম থানায় হত্যা মামলা করেন। অন্যদিকে দারুস সালাম থানার এসআই রিয়াজুল ইসলাম অশ্রুকে একমাত্র আসামি করে অস্ত্র মামলা করেন।