ডিএসইতে দাম কমার শীর্ষে আইএফআইএল ইসলামিক ফান্ড

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ নভেম্বর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ফার্স্টের ইউনিটের দাম সবচেয়ে কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট ডিএসই’র দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ফার্স্টের ইউনিটের ক্লোজিং দর ছিল ৬.৭০ টাকা। বুধবার (১৬ নভেম্বর) লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৩০ টাকা। ফলে ফান্ডটির ইউনিট দর ০.৪০ টাকা বা ৫.৯৭ শতাংশ কমেছে।
এদিন ডিএসইতে দাম কমার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনারেশন নেক্সট ফ্যাশনের ৫.৩৫ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.০৯ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৪.৮৩ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৪.৩২ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.২৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৪.২১ শতাংশ, সালভো কেমিক্যালের ৪.১৫ শতাংশ, আমান ফিডের ৪.১৫ শতাংশ এবং স্টাইলক্রাফটের শেয়ার দর ৪.১৪ শতাংশ কমেছে।