শার্শা-বেনাপোল সড়কে হাতির চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা-বেনাপোল মহাসড়কে হাতির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সড়কে যানবাহন থামিয়ে চলছে চাঁদাবাজি। প্রতিবাদের কোন সুয়োগ নেই। প্রশাসনের চোখের সামনে এমনটি ঘটলেও কোন প্রতিকার নেই।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দুটি হাতির পিঠে বসে দুই যুবক (মাহুত) সড়কে চলাচলকারী বাস-ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেল, রিক্সা-ভ্যান, নছিমন-করিমন , ইজিবাইক ও থ্রি-হুইলার থামিয়ে ১০/২০ থেকে শুরু করে ৫০/১০০শ’ টাকা পর্যন্ত আদায় করছে। যারা দিতে টাকা দিতে অনীহা প্রকাশ করছে তাদেরকে হাতি দিয়ে ভয় দেখানো হচ্ছে। ফলে নিরুপায় হয়ে হাতির মালিককে চাঁদা দিতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। একাধিক পথচারী জানান, অনেকদিন ধরে হাতি দিয়ে চাঁদাবাজি চললেও প্রশাসন নীরব। তারা হাতির কারণে যে কোন সময় সড়কে দুর্ঘটনার আশঙ্কা করছেন। এ ব্যাপারে অবিলম্বে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।