যশোরে দেড়শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের মণিহার এলাকায় গত শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সাগর (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মণিহার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে সাগর নামে এক যুবককে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক সাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার সেলিম সিকদারের ছেলে।