‘স্বপ্নদেখো’র সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

0

‘স্বপ্নদেখো’ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার বিট পুলিশিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক তরুণসহ এলাকার স্বনামধন্য ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণে যশোর সদরের হাশিমপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা ও হাশিমপুর বাজার কমিটির উপদেষ্টা আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ‘ক সার্কেল’ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রব্বানী শেখ (পিপিএম)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সমাজ ও দেশের উন্নতির প্রধান অন্তরায়। এ সময় তিনি স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা সম্পর্কে বলেন, ‘তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের ভয়ানক ছোঁবল থেকে দূরে রাখতে স্বপ্নদেখো ২০১৩ সাল থেকে কাজ করে আসছে। তাদের মাদক ও জঙ্গিবাদবিরোধী বিভিন্ন কর্মকান্ড তরুণদেরকে অনুপ্রাণিত করে আসছে। নানামুখী উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকার জন্য স্বপ্নদেখোকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, ৩ নং ইছালী ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসার মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবাল। বিজ্ঞপ্তি