সাকিব-সোহানকে নিয়ে শঙ্কা

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বকাপের সেমিফাইনালের আশা শেষ বাংলাদেশের। তার উপর তিন হারে দলের অবস্থা বিধ্বস্ত। দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ইনজুরিতে দেখা দিয়েছে শঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে উইন্ডিজের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি বিশ্বসেরা এ অলরাউন্ডার। বল ও ব্যাট করলেও ইনজুরির সমস্যার কারণে নিজের সেরাটা দিতে পারেননি। তাই পরবর্তী ২ ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন আপাতত ২ দিন পর্যবেক্ষণে থাকবেন সাকিব। তিনি বলেন ‘সাকিবের হ্যামস্ট্রিংয়ে কিছু ইস্যু আছে, আজকে তো মোটামুটি খেলা শেষ করতে পারলো, আমাদের হাতে পরবর্তী ম্যাচের আগে তিনদিন সময় আছে, তাড়াহুড়ো নেই। দেখা যাক কাল এবং পরশু বিশ্রাম নেয়ার পর কি উন্নতি হয়।’ অন্যদিকে নুরুল হাসান সোহান উইন্ডিজ ম্যাচে টেসটিস ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। ইংল্যান্ড ম্যাচের আগে নেটে ব্যাটিং অনুশীলনের সময় ব্যথা পান এরপরেও পরেরদিন ম্যাচ খেলেন তিনি। তবে উইন্ডিজ ম্যাচের আগে ব্যথা বাড়ায় সোহান মাঠে নামেননি। এ বিষয়ে দেবাশীষ চৌধুরি বলেন, ‘সোহানের ডান টেসটিসে বলের আঘাত লেগেছে। ব্যথা আছে, আপাতত তিনদিন কমপ্লিট রেস্ট দেয়া হয়েছে। আজকে প্রথমদিন গেলো। কাল পরশু রেস্টে থাকবে। পর্যবেক্ষণ হবে, তখন সিদ্ধান্ত নিবো সোহান খেলতে পারবে কিনা।’
দুজনের খেলার সম্ভাবনা নিয়ে দেবাশীষ চৌধুরি আরো জানান, দুই ক্রিকেটারকেই দুদিন পর পর্যবেক্ষণ করা হবে। এরপর তারা খেলতে পারবে কিনা বোঝা যাবে।