যশোরে দুটি বিউটি পার্লার উদ্বোধন

0

যশোরে শেখহাটি দক্ষিণ পাড়ায় ‘তাসকিয়া বিউটি পার্লার ও কারবালা ধোপাপাড়ায় ‘ছোয়া বিউটি পার্লার’ উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই দুটি পার্লার উদ্বোধন করেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, যশোর বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের সভাপতি সুফিয়া মাহমুদ রেখা ও জয়তী সোসাইটির ব্যবসা কেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুন। বিজ্ঞপ্তি