ঝিনাইদহ ডা. সিদ্দিকুল ইসলামের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা বিএমএ সভাপতি ডা. শামীমা সুলতানার স্বামী ডা. এবিএম সিদ্দুকুল ইসলাম ইন্তিকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধায় ঢাকার পপুলার হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অবসরের আগে তিনি সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার বাদ জুম্মা ঝিনাইদহ মুক্তিযোদ্ধা স্মৃতি জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে স্থানীয় পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, ঝিনাইদহ জেলা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. দুলাল কুমার চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. প্রসেনজিত বিশ্বাস পার্থসহ রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।