ভোমরা বন্দর পরিদর্শন করলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বৃহস্পতিবার বেলা ১১ টায় তিনি বন্দরের জিরো পয়েন্ট, কার্গো এন্ট্রি শাখা, স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। পরে স্থলবন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। খুলনা বিভাগীয় শুল্ক কমিশনার শামসুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলওয়ার রাজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ। সভায় অন্যান্য পূর্ণাঙ্গ স্থলবন্দরের মত ভোমরাতেও সকল পণ্য আমদানির অনুমতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। দাবির প্রেক্ষিতে রাজস্ব বোর্ড চেযারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, এসআরও পরিবর্তন করতে হবে। এসআরও পরিবর্তনের মাধ্যমে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি পণ্য বাড়ানো সম্ভব হবে। সে ক্ষেত্রে আগামী বছরের ২২ জুনের মধ্যে কাঙ্খিত একটা ফলাফল পাওয়া যাবে বলে তিনি সংশ্লিষ্ট সবাইকে আশ^াস দেন।