মনিরামপুরে শিক্ষার্থীদের মাঝে ডিকশনারি বিতরণ

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে যশোরের মনিরামপুরে ভোজগাতী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে অক্সফোর্ড ডিকশনারি বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় মঙ্গলবার ভোজগাতী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ডিকশনারি বিতরণনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাখেন অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মহিউদ্দীন আহম্মেদ, সংরক্ষিত ইউপি সদস্য শাহিদা বেগম, পারভীনা সুলতান, ইউপি সদস্য আব্দুল আলিম, উদ্যোক্তা আজিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ সুধীজন। ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, ভোজগাতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত সহ¯্রাধিক শিক্ষার্থীর মাঝে ডিকশনারি বিতরণ করা হবে।