জমি নিয়ে বিরোধে ভাই ভাতিজার হামলায় মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে শিতালীডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় আজিজুল শেখ নামে একজন নিহত হয়েছেন। গত সোমবার সকালে প্রতিপক্ষের হামলায় আজিজুল আহত হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে মারা যান। জানা গেছে, সোমবার দুপুরে শিতালীডাঙ্গা গ্রামে মাত্র তিন ফুট জমি নিয়ে ভাই ভাতিজাদের সঙ্গে বিরোধে আজিজুল শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে জখম করা হয়। এঘটনায় আজিজুল শেখের অবস্থা আশংকাজনক অবস্থায় প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। মঙ্গলবার বিকেলে খবরটি নিশ্চত করেন শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম।