দ্বীপ কিনতে চান? সুযোগ এনে দিচ্ছে স্কটল্যান্ড

0

বিশেষ সংবাদদাতা॥ পয়সা জমিয়ে অনেকেই গাড়ি, বাড়ি কিনতে চান। অনেকে আবার যেতে চান সাত সমুদ্র তেরো নদীর পাড়ে। তবে কেউ কি আস্ত একটি দ্বীপ কিনতে চান? তাহলে সেই সুযোগ করে দিচ্ছে স্কটল্যান্ড। দেশটির পশ্চিম উপকূলে একটি দ্বীপ রয়েছে। ২২ একরের এই স্কটিশ দ্বীপটি বিক্রি হচ্ছে ৭০ হাজার মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় এর দাম হচ্ছে প্রায় ৫১ লাখ টাকা। একটু বাজার ঘুরলেই দেখতে পাবেন এখন মোটামুটি ২ BHK একটি ফ্ল্যাটের দাম ওই ৫০ লাখের কাছাকাছিই পড়ে। স্কটল্যান্ডের Achiltibuie গ্রাম থেকে এই দ্বীপ মাত্র ১.৫ মাইল দূরে অবস্থিত। GOLDCREST Land & Forestry Group ‘কার্ন ডিস’ নামে পরিচিত এই দ্বীপটির বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে , ‘ আপনার রোমান্টিক বিনিয়োগের সুযোগ’।
যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য আদর্শ ডেস্টিনেশন হতেই পারে এই ‘কার্ন ডিস’ দ্বীপ। জনমানবহীন দ্বীপের চারিদিকে প্রচুর ডলফিন, হাঙ্গর এবং তিমিসহ অন্য মাছ রয়েছে। যে বা যারা এই দ্বীপটি কিনবে তারা এখানে বোটিং, স্কুবা ডাইভিং করতে পারবেন। এছাড়া এই দ্বীপে বেশ কিছু বন্যপ্রাণীও রয়েছে। যা মুগ্ধ করতে পারে ক্রেতাকে। এছাড়া ক্যাম্প করে এখানে রাত কাটাতে পারেন দ্বীপের মালিক। দূষণমুক্ত পরিবেশে প্রাণভরে অক্সিজেন নেবার জন্য এটি একটি আদর্শ জায়গা। তবে এই দ্বীপে এখনো কিছু তৈরী হয়নি। এমনকি ছোট্ট কোনো থাকার জায়গায় নেই , মাঝে মাঝে কিছু মেষপালক আসতেন এখানে। তাই নির্জন দ্বীপে কাছের মানুষটির সঙ্গে যদি কোয়ালিটি টাইম স্পেন্ট করতে চান তাহলে আপনার পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে ‘কার্ন ডিস’ দ্বীপ। তবে এর প্রাকৃতিক সৌন্দর্য্যের কথা মাথায় রেখে এই দ্বীপে হোটেল বানানোর অনুমতি দেওয়া হয়নি।
সূত্র : foxbusiness.com