লাউ ৮০ ইলিশ তিন হাজার বাড়তি দামে বিক্রি মুরগি

0
ছবি: সংগৃহীত।

শেখ আব্দুল্লাহ হুসাইন ॥ বাজারে সবজির দর স্থিতিশীল থাকলেও অস্বাভাবিক দাম বেড়েছে লাউয়ের। একটা ভালোমানের লাউ ৮০ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ। এদিকে খামারের মুরগির দাম বেড়ে আর কমেনি। তবে কমেছে ডিমের দাম। রোববার যশোর শহরের বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

একটা ভালোমানের লাউ কিনতে ৮০ টাকা গুনতে হয়েছে ক্রেতা মাছ ব্যবসায়ী পিয়ার মুহাম্মদকে। ভরা মৌসুমেও লাউয়ের এমন অস্বাভাবিক দামে তিনি হতবাক। বড় বাজার মাছবাজার রোডের কাঁচামালের আড়তদার মো. আলাউদ্দীন জানান, কুয়াশায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লাউয়ের। এ কারণে বাজারে লাউয়ের দাম বেড়েছে।

বড় বাজার এইচ এম এম রোডের খুচরা সবজি বিক্রেতা কৃষ্ণ চন্দ্র দাস জানান, গত সপ্তাহের থেকে বেশ কিছু সবজির দাম কমেছে। রোববার প্রতি কেজিতে ১০ টাকা কমে বেগুন বিক্রি হয়েছে ৫০ টাকা, ১০ টাকা কমে শসা বিক্রি হয়েছে ৮০ টাকা, ১০ টাকা কমে কুশি বিক্রি হয়েছে ৫০ টাকা, ১০ টাকা কমে টমেটো বিক্রি হয়েছে ৪০ টাকা, ১০ টাকা কমে পালংশাক বিক্রি হয়েছে ২০ টাকা।

তাছাড়া ফুলকপি প্রতি কেজি ৫০ টাকা, গাজর ৪০ টাকা, মুলা ৪০ টাকা, শিম ৩০ টাকা, পেঁয়াজকলি ২০ টাকা, লাউ প্রতি পিস মানভেদে ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া নতুন আলুর দাম গত সপ্তাহে কেজিতে ৫ টাকা বেড়ে আর কমেনি। রোববার বিক্রি হয়েছে ২৫ টাকা, পুরোনো আলু ২০ টাকা, মুড়িকাটা পেঁয়াজ ৪০ টাকা ও কাঁচা মরিচ ৮০ টাকা।

বড় বাজার এইচ এম এম রোডের কাঁচামালের আড়তদার শাহাবুদ্দিন মাতুব্বর জানান, বাজারে সবজি সরবরাহে ঘাটতি নেই। প্রাকৃতিক কোনো দুর্যোগ না ঘটলে আগামী দু মাস শীতকালীন সবজির সরবরাহ বাজাওে স্বাভাবিক থাকবে।

অপরদিকে খামারের মুরগির দাম গত সপ্তাহে বেড়ে আর কমেনি। বড় বাজার মুরগিবাজারে খুচরা বিক্রেতা আরিফুল ইসলাম মিলন জানান, রোববার খামারের ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা, সোনালি মুরগি ২৬০ টাকা ও লেয়ার মুরগি ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে এ সপ্তাহে ২ টাকা কমে প্রতি হালি খামারের মুরগির ডিম বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৬ টাকা।

বাজারে ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের দামও চড়া। রোববার খুচরা বিক্রেতা এরশাদ আলী জানান, এদিন ১ কেজির বেশি ওজনের নদীর ইলিশের কেজি ৩ হাজার টাকা, ৬শ/৮শ গ্রাম ওজনের ইলিশের কেজি ২৫শ টাকা , ৫শ/৬শ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৮শ টাকা,৪শ/সাড়ে ৪শ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার টাকা ও ৩পিস কেজি সাগরের ইলিশের কেজি ৬শ টাকায় বিক্রি হয়েছে।

বাজারে অপর খুচরা মাছ বিক্রেতা আব্দুল লস্কর জানান, রোববার গলদা চিংড়ি আকারভেদে ৬শ থেকে ১ হাজার টাকা, দেশি শিং ৮শ থেকে ১ হাজার টাকা, চাষের শিং ৩শ থেকে ৪শ টাকা, পারসে সাড়ে ৫শ থেকে ৭শ টাকা, বেলে ৪শ টাকা, ট্যাংরা সাড়ে ৪শ থেকে ৫শ টাকা, পুঁটি ২শ থেকে ৫শ টাকা, দেশি কৈ সাড়ে ৫শ থেকে ৬শ টাকা, প্রতি কেজি রুই ২২০ থেকে ২শ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।