আমেরিকায় খেলতে ইংল্যান্ডকে বিদায় জানালেন বিশ্বজয়ী পেসার

0

লোকসমাজ ডেস্ক॥ বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে চাওয়া ক্রিকেটারদের সংখ্যা। একের পর এক নামি ও তারকা খেলোয়াড়রা নিজ দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে নাম লেখাচ্ছেন আমেরিকার ক্রিকেটে। সে তালিকায় এবার যোগ দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার লিয়াম প্লাংকেট।চলতি মৌসুম শেষে ইংলিশ ক্রিকেট ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলতে চলে যাবেন সারে ও ইংল্যান্ড জাতীয় দলের সাবেক তারকা পেসার। মঙ্গলবার এ খবর জানিয়েছে কাউন্টি ক্রিকেট ক্লাব সারে। তিন বছর সারের হয়ে খেলার পর এবার আমেরিকার নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন প্লাংকেট। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, আমেরিকায় গিয়ে কোচিংয়েও নাম লেখাবেন ৩৬ বছর বয়সী এ পেসার। মাইনর লিগ ক্রিকেটের ইস্টার্ন ডিভিশনে ফিলাডেলফিয়ার একাডেমি কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আমেরিকায় মেজর লিগ ক্রিকেটের ঠিক পরেই মাইনর লিগ ক্রিকেট। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জেতা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্লাংকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে ৪২ রান খরচায় শিকার করেছিলেন ৩টি উইকেট। সবমিলিয়ে ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্ট, ৮৯ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে তিন ফরম্যাট মিলে তার শিকার ২০১টি উইকেট।