কারাবন্দিদের বিনোদনের জন‌্য টিভি কিনতে নির্দেশনা

0

লোকসমাজ ডেস্ক॥ অপরাধীদের সংশোধনের অন্যতম উপায় সুস্থ বিনোদন। সেজন‌্য কারাগারে বন্দিদের টেলিভিশন দেখার ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে। এ লক্ষ‌্যে কারা অধিদপ্তর থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সব কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২০ জুন) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন গণমাধ্যমকে বলেছেন, ‘৬৮টি কারাগারে বন্দিদের বিনোদনের জন্য প্রয়োজন অনুযায়ী টিভি কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। কারাগারে কিছু টিভি আছে, তবে তা সংখ্যায় কম। এখন নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষ তাদের নিজস্ব আয় থেকে বন্দিদের জন্য টিভি কিনতে পারবে।’
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেছেন, ‘কারাগারে অনেক আগে থেকেই বন্দিরা টিভি দেখতে পাচ্ছেন। তবে, এখন কারা অধিদপ্তর থেকে লিখিত নির্দেশনা এসেছে। আমরা সেভাবে বিভিন্ন সেল, ওয়ার্ডে প্রয়োজনীয় টিভি সরবরাহ করে বন্দিদের জন‌্য বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করব।’
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারসহ দেশের সব কারাগারে বন্দিদের জন্য টিভি আছে। তবে তা চাহিদার তুলনায় অনেক কম।