‘রোনালদোকে ছুঁতেও পারবে না অন্য কোনো ক্লাব’

0

লোকসমাজ ডেস্ক॥ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পোর্তোর কাছে হেরে বিদায় নিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাস। এ নিয়ে টানা তিন মৌসুম কোয়ার্টারের আগেই থামতে হলো জুভেন্টাসকে। পাশাপাশি চলতি মৌসুমের সিরি ‘আ’তেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তুরিনের ক্লাবটি। যার ফলে সমালোচনার বড় ধাক্কাটা সইতে হচ্ছে দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেই। উচ্চ বেতনে তাকে ক্লাবে রেখেও তিন বছর ধরে চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হওয়ার কারণে, রোনালদোকে বেচে দেয়ার গুঞ্জনও শোনা গিয়েছে অনেক। তবে এসব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন জুভেন্টাসের ভাইস প্রেসিডেন্ট পাভেল নেদভেদ।
জুভেন্টাসের সঙ্গে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি রয়েছে রোনালদোর। এর আগে তাকে বিক্রি করে দেয়ার কথা ভাবেওনি জুভেন্টাসের ক্লাব কর্তারা। যুক্তরাজ্যভিত্তিক খেলাধুলাবিষয়ক সংবাদমাধ্যম দাজনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নেদভেদ। তার ভাষ্য, ‘রোনালদোকে এখন (অন্য কোনো ক্লাব) ছুঁতে পারবে না। তার সঙ্গে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি রয়েছে এবং সে থাকবে।’ নেদভেদ আরও যোগ করেন, ‘চুক্তির মেয়াদ শেষে কী হয় সেটা দেখা যাবে। টেকনিক্যাল কিংবা মার্কেটিং- উভয় পর্যায়েই আমাদেরকে বাড়তি সুবিধা দিয়েছে রোনালদো। তার খেলার বিষয় নিয়ে কিছু বলার সুযোগই নেই। মাত্র ১২০ ম্যাচে ১০০’র বেশি গোল করে ফেলেছে রোনালদো।’ অবশ্য শুধু রোনালদো নয়, সিরি আর এবং চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতার কারণে হেড কোচ আন্দ্রে পিরলোর ওপরেও ছাঁটাইয়ের কোপ পড়তে পারে গুঞ্জন শোনা গিয়েছে। এটিও উড়িয়ে দিয়েছেন নেদভেদ। তিনি জানিয়েছেন, পিরলোর ওপর পূর্ণ আস্থা রয়েছে ক্লাবের। নেদভেদ বলেছেন, ‘এখন পিরলো কোচ আছে এবং সেই কোচ থাকবে। এটা শতভাগ নিশ্চিত। আমরা পিরলোর সঙ্গে একটা প্রজেক্ট পরিকল্পনা করেছি। এটা জেনেই করেছি যে সামনে অনেক কঠিন সময় আসতে পারে।’