যশোর পৌরসভার ভোটগ্রহণ ৩১ মার্চ

0

স্টাফ রিপোর্টার॥ স্থগিত হওয়া যশোর পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩১ মার্চ নির্ধারণ করে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বারিত এক প্রজ্ঞাপনে গতকাল বুধবার এই তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ভোটগ্রহণ ৩১ মার্চ বুধবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থগিতকৃত যশোর জেলার যশোর পৌরসভার মেয়র, সংরতি আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে বিগত ৮ ফেব্রুয়ারি তারিখে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম যে অবস্থায় ছিল সে পর্যায় থেকে সম্পন্নের ল্েয নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’ এতে আরও বলা হয়, ‘নির্বাচন পরিচালনার জন্য পূর্বের নিয়োগকৃত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং আপিল কর্তৃপ বহাল রাখারও সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।’ প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি যশোর জেলা প্রশাসক, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, যশোরের পুলিশ সুপার এবং যশোর জেলার সিনিয়র নির্বাচন অফিসারকেও দেওয়া হয়েছে। যশোরের সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবীরও বিষয়টি নিশ্চিত করেছেন।