যশোরে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার : পুলিশের বাইরে কোনো টাক বা অন্য কোনো বাহিনী থাকতে পারবে না

0

স্টাফ রিপোর্টার ॥ নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার যশোরে যোগদান করে প্রথম দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অপরাধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যশোরে যারা অপরাধের সাথে জড়িত থাকবে, সন্ত্রাসের সাথে থাকবে তাদের কোনো ছাড় নেই। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। অপরাধীদের কোনো কালার দেখা হবে না। তিনি বলেন, পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর বাইরে টাক বাহিনী বা অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। যে অপরাধ করবে তাকে অপরাধী হিসেবেই দেখা হবে। আইন প্রয়োগে কঠিন, কঠোর হবে পুলিশ।
যশোরে নবনির্মিত পুলিশ অফিসের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার পুলিশ প্রসঙ্গে বলেন, যশোর জেলা পুলিশের কোনো সদস্য দুর্নীতির সাথে সম্পৃক্ততা থাকতে পারবেন না। জিডি বা মামলা গ্রহণে টাকা নিতে পারবেন না। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি বা অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন পাড়া মহল্লায় বাড়ি নির্মাণে বালি, ইট কিনতে বাধ্যতার নামে এক প্রকার চাঁদাবাজি চলছে সাংবাদিকরা এ বিষয়টি তুলে ধরলে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার আশ্বস্ত করে বলেন, এখন থেকে এসব কিছুই থাকবে না। যশোরে পুলিশের আয়োজনে বিভিন্ন নামে বছর জুড়ে মেলা লেগেই থাকে। করোনাকালেও মেলা চলছে। এতে যশোরের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাংবাদিকরা এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ সুপার এটি দেখবেন বলে জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।