কেশবপুরে কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা আব্দুল হালিমের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিম তার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান খানসহ ৫ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার কেশবপুর থানায় অভিযোগ দিয়েছেন। একইসাথে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল হালিম আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১০ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিম শহরের বকুলতলা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে কর্মী ও সমর্থকদের নিয়ে আলোচনা করছিলেন। এ সময় বর্তমান কাউন্সিলর মফিজুর রহমানের নেতৃত্বে ৪ জন যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা করে। ওই হামলায় ২টি মোবাইল ফোন, ১টি বাইসাইকেলসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে প্রায় অর্ধলাখ টাকার ক্ষতিসাধন করা হয়। এ সময় তারা নির্বাচনে তাকে অংশগ্রহণ না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। এ ব্যাপারে বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান বলেন, আমার নেতৃত্বে কোনো হামলার ঘটনা ঘটেনি। কে বা কারা তার ওপর হামলা করেছে তাও আমি জানি না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম খান কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা আব্দুল হালিমের অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।