প্রোটিয়া পেসারদের গতির আগুনে পুড়ল শ্রীলঙ্কা

0

লোকসমাজ ডেস্ক॥ প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও বাজে অবস্থা শ্রীলঙ্কার। প্রথম টেস্টে ইনিংস পরাজয় ঘটেছিল লঙ্কানদের। জোহানেসবার্গে আজ শুরু হলো দ্বিতীয় টেস্ট। টেস্টের প্রথম দিনের প্রথমাংশেই যেন ফল নির্ধারিত হয়ে গেলো। স্বাগতিক প্রোটিয়া পেসারদের গতির আগুনে পুড়ে ছাই হয়ে গেলো শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। মাত্র ১৫৭ রান করেই অলআউট দিমুথ করুনারত্নের দল। টস জিতেছিল শ্রীলঙ্কাই। টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু শুরুতেই বিপর্যয় শুরু হয় লঙ্কানদের। অ্যানরিখ নর্তজের তোপের মুখে মাত্র ২ রান করেই উইকেটের পেছনে ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
কুশল পেরেরা আর লাহিরু থিরিমানে মিলে চেষ্টা করেন একটা ভালো জুটি গড়ে তোলার। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে গড়ে ওঠে ৫২ রানের জুটি। এ সময় মনে হচ্ছিল, বুঝি বিপর্যয় কাটিয়ে উঠেছে লঙ্কানরা। কিন্তু ৩০ বলে ১৭ রান করে থিরিমানে আউট হওয়ার পরই মহা বিপর্যয় শুরু হয় সফরকারীদের। শূন্য রানে আউট হয়ে যান কুশল মেন্ডিস। ৫ রানে আউট হন মিনোদ ভানুকা। নিরোশাণ ডিকভেলা আউট হয়ে যান মাত্র ৭ রান করে। দাসুন শানাকা করেন ৪ রান। একপ্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতে যেন বিরক্ত হয়ে যান ওপেনার কুশল পেরেরা। যে কারণে ৬৭ বলে ৬০ রান করে বিদায় নেন তিনিও। লঙ্কান ইনিংস দেড়শ পার হওয়ার পেছনে বড় অবদানই তার এই ইনিংস। ওয়ানিদু হাসারাঙ্গা আর দুস্মন্তে চামিরা মিলে শেষ মুহূর্তে একটু ধরার চেষ্টা করেন। ৩৯ রানের জুটি গড়ে তোলেন তারা দু’জন। ২৯ রান করেন হাসারাঙ্গা এবং ২২ রান করেন দুস্মন্তে চামিরা। বিশ্ব ফার্নান্দো ২ রানে থাকেন অপরাজিত। দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিখ নর্তজেই মূলতঃ আগুন ঝরিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানদের ওপর। ৫৬ রান দিয়ে একাই ৬টি উইকেট দখল করেন তিনি। ক্যারিয়ারে এটাই তার সেরা বোলিং ফিগার। ওয়াইয়ান মালদার ৭ ওভার বোলিং করে নেন ৩ উইকেট। ১টি নেন লুথো শিপমালা। জবাব দিতে নেমে দ্রুত উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ২১ বল মোকাবেলা করে ব্যাক্তিগত ৫ এবং দলীয় ৩৪ রানের মাথায় আউট হয়ে যান এইডেন মারক্রাম। এ রিপোর্ট লেখার সময় ৪১ রানে অপরাজিত আছেন ডিন এলগার। রাশি ফন ডার সার এখনও কোনো রান করতে পারেননি।