শীতকালীন করোনায় যশোরে প্রতি ৫ জনে একজন আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে শীতকালীন করোনা ভাইরাসে আরো ২৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩শ ৫৩ জন। ফলোআপ নমুনায় আক্রান্তের সংখ্যা ৯০ জন। আক্রান্তদের ভেতর ৪ হাজার ৩৫ জন সুস্থ হয়েছেন। এ সময়ে ১৯ হাজার ১শ ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। যশোর সিভিল সার্জন অফিসের এমওসিএম ডাঃ রেহনেওয়াজ জানিয়েছেন, গতকাল যশোর মেডিকেল কলেজ হতে ৩৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে ১শ ১টি। খুলনা মেডিকেল কলেজ হতে আসা নমুনায় কোন ব্যক্তি কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত না হলেও যবিপ্রবি’র রিপোর্টে আক্রান্ত হয়েছেন ২০ জন। তাদের রিপোর্ট অনুযায়ী কাল গড়ে ৫ জনে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩শ ৫৩ জন। গতকাল আক্রান্ত ২০ জনের মধ্যে বরাবরের মতো যশোর সদরে আক্রান্তের সংখ্যা বেশি। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৬ জন। চৌগাছায় ২ জন, অভয়নগর ও বাঘারপাড়ায় ১ জন করে ২ জন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে নমুনা পরীক্ষা দিয়ে আক্রান্ত হয়েছেন ১০ জন। তারা হলেন, শহরের নাজির শংকরপুরের বৃদ্ধ শুকুর আলী (৭০), ধর্মতলার মুক্তা পারভীন (৪৫), খড়কির মোঃ মাসুদুর রহমান (৬০), পুরাতন কসবার মোঃ গোলাম কিবরিয়া (৪০), পালবাড়ির জিয়াউর রহমান (৩৮), উপশহরের মোফতাউল জান্নাত (১৮), নীলগঞ্জের পান্নু শেখ (৬০), বাঘারপাড়ার পুকুরিয়া গ্রামের রাবেয়া (৬৫), মনিরামপুরের পল্লব (৩৬) ও হানুয়ার গ্রামের হামিদা।
এ পর্যন্ত যশোরে ১৮ হাজার ৮শ ৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যশোরের মানুষ ৩শ ১ জন ভিন্ন জেলায় নমুনা পরীক্ষা করানোর পর তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এমওসিএস ডাঃ রেহনেওয়াজ জানিয়েছেন, সংগৃহীত নমুনা দেশের ৪টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার মধ্যে ঢাকা আইডিসিআর হতে নমুনা ১৯টি এবং ফলোআপ ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন রিপোর্টে কেউ আক্রান্ত না হলেও ফলোআপ রিপোর্টে ২ জন আক্রান্ত হয়েছেন। আইপিএইচ-এর ল্যাবে থেকে ২৮ নতুন নমুনা পরীক্ষা করা হলে সেখানে কার রিপোর্টে কেউ আক্রান্ত হননি। তবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ হতে নতুন ও ফলোআপ রিপোর্ট দুটিতেই আক্রান্ত হয়েছেন করোনায়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ১শ ৮৯টি। নতুন ১৫ হাজার ৮টি। নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮শ ৬৫ জন এবং ৬শ ৮১টি ফলোআপ নমুনা পরীক্ষায় ৪ জন আক্রান্ত হন। খুলনা মেডিকেল কলেজ হতে পরীক্ষা করা ৩ হাজার ৪শ ৮৭টি নমুনার ভেতর ৩ হাজার ৩শ ২৭টি নমুনা নমুনা পরীক্ষায় ৪শ ৮৮ জন ও ১শ ৬০টি ফলোআপ নমুনায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শীতে করোনার ঝুঁকি নতুন করে বৃদ্ধি পাচ্ছে জানিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ করোনার ঝুঁকি এড়াতে সকলকে মাস্ক ব্যবহার করা এবং ঘনঘন হাত ধোঁয়ার পরামর্শ দিয়েছেন।