যশোরে আরও ১৭ জন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল আরও ১৭ জন কজরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে করোনায় আক্রান্ত হলেন মোট ৪ হাজার ২শ’ ২ জন। শীতের আবহাওয়া অনুভূত হওয়ার সাথে সাথে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যশোর সিভিল সার্জন অফিসের এক পরিসংখ্যানে জানা গেছে, গতকাল যশোরে ১শ’ ১৫টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত হয়েছেন ১৭ জন। খুলনা মেডিকেল কলেজ হতে ৫টি নমুনা পরীক্ষায় ১ জন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ১শ’ ১০টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। আক্রান্তদের ভেতর ১৪ জন যশোর সদর থেকে নমুনা দিয়েছিলেন। অভয়নগর ও ঝিকরগাছায় ১ জন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত যশোরে মোট ১৮ হাজার ৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ১৮ হাজার ৯৬টি। সর্বমোট ৪ হাজার ২শ’ ২ জন যশোরে করোনায় আক্রান্ত হন।
উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে জানা গেছে, যশোর সদরে নমুনা পরীক্ষা দিয়ে ২ হাজার ৪শ’ ৬৪ জন কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। অভয়নগরে আক্রান্ত হয়েছেন ৪শ’ ৮৭ জন। বাঘারপাড়ায় ১শ’ ১ জন, চৌগাছায় ১শ’ ৬১ জন, ঝিকরগাছায় ২শ’ ৭১ জন, কেশবপুরে ২শ’ ৭৪ জন, মনিরামপুরে ১শ’ ৬৪ জন ও শার্শায় ২শ’ ৮০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। আক্রান্তদের ভেতর ৫০ জন মারা গেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।