জামালদের কাছে কী চান, জানিয়ে এলেন কাজী সালাউদ্দিন

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের প্রকোপে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই স্থগিত হয়ে আছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে খেলা রাখতে চাইছে। সেই লক্ষ্যে ঘরোয়া ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করতে যাচ্ছে নবনির্বাচিত কমিটি। আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে হবে দুটি ম্যাচ। এই ম্যাচ দুটি সামনে চলা বাংলাদেশ দলের অনুশীলন দেখতে আজ (শনিবার) দুই সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান ভূঁইয়া মানিককে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে ফেডারেশন কর্তারা খেলোয়াড়দের সঙ্গে কথাও বলেছেন। কাজী সালাউদ্দিন নেপালের বিপক্ষে সেরাটা চেয়েছেন জামাল-জীবনদের কাছ থেকে। অনুশীলন দেখে সংবাদমাধ্যমকে সাবেক এই তারকা স্ট্রাইকার বলেছেন, ‘ওদের (খেলোয়াড়দের) সাধারণ কথা বলেছি। তোমরা তোমাদের শতভাগ দাও। যেটা তোমরা পারবে। সেরাটা দেওয়ার আহ্বান জানিয়েছি।’
অনুশীলন দেখে খুশি সালাউদ্দিনসহ অন্যরা। তবে দলে যে ফিটনেসের ঘাটতি আছে তা মেনে নিচ্ছেন বাফুফে প্রধান, ‘অনুশীলন ভালো হচ্ছে। আরও সময় পেলে ভালো হতো। সময়ের অভাব। প্লানিং আছে। তবে ফিটনেসে এখনও গ্যাপ আছে। ফিটনেসের গ্যাপ থাকারই কথা। কারণ সাত মাস যদি ফুটবল না খেলেন সেটা কভার করতে আরও সময় লাগবে।’ কাজী সালাউদ্দিন অবশ্য এর আগে বলেছেন, ‘আমরা মাঠে আসছি ফুটবল শুরু করার জন্য। করোনাভাইরাসের কারণে ফুটবলটা বন্ধ ছিল। আমরা ট্রেনিংটা দেখতে এসেছি। কীভাবে হচ্ছে, এটাই দেখতে এসেছি।’ বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বাংলাদেশের প্রতিপক্ষ নেপালকে সমীহ করে বলেছেন, ‘প্রতিপক্ষকে সবসময় আমরা শক্তিশালী মনে করে মাঠে নামি। নেপাল দলের বিপক্ষে আমাদের সাম্প্রতিক সময়ে অনেক খেলায় হার-জিত আছে। আমার দৃঢ় বিশ্বাস তারা সেই প্রস্তুতি নিয়ে এসেছে। তবে মাঠে দুই দলেরই শক্তি পরীক্ষা হয়ে যাবে।’
করোনার মধ্যেও মাঠে খেলা রাখতে চাইছে বর্তমান ফুটবল কমিটি। এজন্য জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে আগেই। দলে গোলকিপিং কোচ থেকে শুরু করে ফিটনেস কোচও নতুন। করোনার পর দলকে মাঠেই দেখতে চেয়েছেন সবাই। এজন্য সরকারের অনুমতিও নেওয়া আছে। কাজী নাবিল বলেছেন তেমনটাই, ‘আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা আছে। নেপাল দল এসে গেছে। আমাদের টিমও দুই সপ্তাহ ধরে অনুশীলন করছে। কোচরাও এসে গেছে। আমাদের নির্বাচনের পর ফুটবলকে মাঠে নিয়ে আসার জন্য, করোনা মহামারীর মধ্যেও সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে নেপালের সঙ্গে খেলার মাধ্যমে দেশের ফুটবলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।’ নেপালের বিপক্ষে দুটি ম্যাচে দেশের মানুষের কাছে দোয়াও চাইছেন আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ, ‘খেলায় হার ও জিত সবই আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই খেলায় আমাদের শতভাগ দেওয়া। মাঠে আমাদের খেলোয়াড়, ক্লাব, দর্শক, সংগঠক আপনারা সাংবাদিক ভাই-বোনদের সবাইকে নিয়ে আসার জন্য। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইছি যেন আমাদের ১৩ ও ১৭ নভেম্বর ফল সবার কাছে আশানুরূপ হয়। আমার দৃঢ় বিশ্বাস এটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রামের দিকে যাবো। আমাদের ফুটবল আরও শক্তিশালী হবে।’