তরিকুল ইসলাম ও খোকার জন্য দোয়া কামনা

0

আজ ৪ নভেম্বর। যশোরবাসীর শোকের দিন। শুধু যশোর কেন গোটা দেশের জাতীয়তাবাদী দেশপ্রেমিক প্রতিটি মানুষেরই শোকের দিন আজ। কারণ, আজকের এইদিনে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দুই শীর্ষ নেতা ইন্তেকাল করেছিলেন। এদের একজন আধুনিক যশোরের স্বপ্নদ্রষ্টা রূপকার এবং কারিগর খ্যাত সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। অপরজন হচ্ছেন ঢাকা সিটির সাবেক মেয়র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। দুই জাতীয় নেতার মৃত্যুর দিন এক হলেও সাল কিন্তু এক ছিলো না। মৃত্যুর ব্যবধান ঠিক এক বছর। রাজনীতিতে দু’জনের সম্পর্ক ছিল গুরু-শিষ্য। গুরু তরিকুল ইসলাম পৃথিবীর মঞ্চ ত্যাগ করেন ২০১৮ সালের ৪ নভেম্বর, আর শিষ্য সাদেক হোসেন খোকা ত্যাগ করেন ২০১৯ সালের ৪ নভেম্বর। সুদূর আমেরিকা থেকে যশোরে সাদেক হোসেন খোকার মৃত্যুর খবর যখন পৌঁছে তখন যশোর বিডি হলে তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা চলছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কিছু জাতীয় নেতা তখন বিডি হলে উপস্থিত ছিলেন। মুহূর্তে শোকের ছায়া নেমে আসে বিডি হল ও আশপাশে সমবেত হাজারো মানুষের মাঝে। নেতাদের অশ্রুতে অশ্রু মিশে যায় কর্মীর। তৈরি হয় বেদনাবিধূর পরিবেশ। শোকাহত নেতারা যশোর থেকেই শোক কর্মসূচি ঘোষণা দেন এবং বক্তব্যে শোক প্রকাশ করেন। গুরু-শিষ্যের এমন মৃত্যুর খবর আর নেই তা নয়। তবে রাজনীতির শীর্ষ সারির নেতাদের এমন মৃত্যু খুব একটা জানা নেই। তারিখটি তাই বিএনপির দেশব্যাপী কর্মী বাহিনীর কাছে অত্যন্ত শোকের। আমরা এই দুই দেশপ্রেমিক মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। হে মহান আল্লাহ, তুমি যশোর উন্নয়নের কারিগর মজলুম জননেতা তরিকুল ইসলাম ও অবিভক্ত ঢাকার সফল মেয়র সাদেক হোসেন খোকাকে জান্নাতুল ফেরদৌস দান করো।
আমরা জেনেছি দৈনিক লোকসমাজের প্রতিষ্ঠাতা বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কেন্দ্রীয় বিএনপি নিয়েছে সারাদেশে। আমরা আশা করছি সকল দোয়া মাহফিলে মুসল্লিদের সমাগম হবে। মসজিদে মসজিদে দোয়া মাহফিলে আমরা সকলে প্রার্থনা করবে। আমরা প্রার্থনা করি, হে আল্লাহ তুমি সকল দোয়া কবুল করো-আমিন।