চেন্নাইয়ে আরও দুঃসংবাদ, ব্রাভোর আইপিএল শেষ

0

লোকসমাজ ডেস্ক॥ ‘মরার ওপর খাঁড়ার ঘা’ প্রবাদ বাক্যটা একদম সেঁটে যাচ্ছে চেন্নাই সুপার কিংসের এবারের আইপিএলে। সব খারাপ দিকই যেন চেপে ধরেছে ভারতীয় ঘরোয়া ক্রিকেট লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটিকে। মাঠের পারফরম্যান্সে এবারের আসরের মতো এত খারাপ সময় গত এক দশকে যায়নি তাদের। এই কঠিন পরিস্থিতির মধ্যে আরেকটি খারাপ খবর শুনলো তারা। কুঁচকির চোটে আইপিএল শেষ হয়ে গেছে ডোয়াইন ব্রাভোর। ১৭ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চোটে পড়েন ক্যারিবিয়ান অলরাউন্ডার। পরে নিশ্চিত হওয়া গেছে কুঁচকিতে চোট পেয়েছেন তিনি। তাতে আইপিএলের বাকি অংশে আর খেলা হচ্ছে না ব্রাভোর। তিনি এখন সংযুক্ত আরব আমিরাত থেকে ক্যারিবিয়ানে যাওয়ার বিমান ধরবেন। ৩৭ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘কুঁচকির চোটে ছিটকে গেছেন ব্রাভো। আগামীকাল (বৃহস্পতিবার) তিনি ফিরে যাবেন। তার বদলি কাউকে লাগবে কিনা, টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন।’
দিল্লি ম্যাচে ৩ ওভারের পর আর বোলিং করতে পারেননি ব্রাভো। ২০তম ওভারে তাই মহেন্দ্র সিং ধোনিকে বল তুলে দিয়ে হয় রবীন্দ্র জাদেজার হাতে। শেষ ওভারে জিততে দিল্লির দরকার ছিল ১৭ রান। জাদেজার ওপর ঝড় বইয়ে দিয়ে অক্ষর প্যাটেল ১ বল আগেই জয় নিশ্চিত করেন দিল্লির। আরব আমিরাতের আইপিএল শুরুর আগে থেকেই অবশ্য ভুগেছে চেন্নাই। প্রস্তুতি ক্যাম্পে দলের বেশ কয়েকজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছিলেন, যার মধ্যে ছিলেন পেসার দীপক চাহারও। তারা কোয়ারেন্টিনে থাকায় প্রস্তুতিতে ঘাটতি থেকে যায়। এছাড়া বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের না থাকাটাও চেন্নাইয়ের ব্যর্থতার বড় কারণ। টুর্নামেন্ট শুরুর আগে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান সুরেশ রায়না। পরে তার সঙ্গী হন হরভজন সিং। প্রতিযোগিতার শুরুর দিকে ব্রাভোকেও পায়নি চেন্নাই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার সময় হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি। ছিটকে যাওয়ার আগে এবারের আইপিএলে ৬ ম্যাচে পেয়েছেন তিনি ৬ উইকেট। আর ব্যাট হাতে দুইবার মাঠে নেমে করেছেন মোটে ৭ রান।