মেসিকে আটকানোর কথা অস্বীকার লা লিগা সভাপতির

0

লোকসমাজ ডেস্ক॥ লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণা জন্ম দেয় নানা ঘটনার। সেসবের একটি মেসির বার্সেলোনা ছাড়ার বিষয়ে লা লিগা কর্তৃপক্ষের বিবৃতি। সাধারণত কোনো খেলোয়াড়ের দলবদল নিয়ে বিবৃতি দিতে দেখা যায় না লীগ কর্তৃপক্ষকে। কিন্তু বার্সেলোনার সঙ্গে সুর মিলিয়ে তারা জানায়, মেসিকে ক্লাব ছাড়তে হলে পরিশোধ করতে হবে ৭০ কোটি ইউরোর রিলিজ ক্লজ। এরপরই স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে, মেসি বার্সা ছাড়লে স্প্যানিশ লীগের জনপ্রিয়তা হ্রাসের আশঙ্কা করছে লা লিগা। এ কারণেই লীগ সভাপতি হাভিয়ের তেবাস মেসিকে আটকানোর কৌশল হিসেবে ৭০ কোটি ইউরোর রিলিজ ক্লজের বিষয়টি সামনে এনেছেন। কিন্তু গত শুক্রবার মেসির সিদ্ধান্ত বদলের দু’দিন পর বিষয়টি অস্বীকার করলেন তেবাস।
ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়ার দেল্লা সেরা’কে লা লিগা সভাপতি বলেন, ‘লীগের যে কিছু নিয়ম আছে সে বিষয়েই আমরা কথা বলেছিলাম। মেসি বা অন্য সবাইকেই সেটা মেনে চলতে হবে। আমি ব্যক্তিগতভাবে কখনই মেসিকে আটকানো বা এরকম কিছুর চেষ্টা করিনি। মেসিকে আমরা সবাই ভালোবাসি। গত ২০ বছরে ও যা করেছে সেটাকে আমরা সর্বদা সম্মান করি। মেসির সঙ্গে আমি কখন, কীভাবে ঝামেলায় জাড়ালাম সেটা আমি নিজেই জানি না। সংবাদমাধ্যম সবকিছু বাড়িয়ে প্রতিবেদন লিখেছে।’ মেসির আইনজীবীরা মনে করেছিলেন, আর্জেন্টাইন তারকা সঠিক সময়েই বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি ফ্রি ট্রান্সফারে ক্লাব বদল করতে পারবেন। তবে বার্সেলোনা দাবি করে, ২০১৭ সালের চুক্তি অনুযায়ী; ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে হলে মেসিকে সিদ্ধান্ত জানাতে হতো ১০ই জুনের মধ্যে। করোনা মহামারির কারণে মৌসুম শেষ হতে দেরি হওয়ায় মেসির আইনজীবীরা মনে করেছিলেন, ক্লাব ছাড়তে সিদ্ধান্ত জানানোর জন্য সময়টাও বৃদ্ধি পেয়েছে। লা লিগার দেয়া বিবৃতির পাল্টা উত্তর মেসি দিয়েছিলেন ৪ঠা সেপ্টেম্বর। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘লা লিগার পর্যালোচনায় ভুল রয়েছে। কিসের ভিত্তিতে তারা ৭০ কোটি ইউরোর রিলিজ ক্লজের বিষয়টি সামনে এনেছে সেটা জানি না।’ মেসি-বার্সেলোনার টানাপোড়ন শেষ হয়েছে। সোমবার বার্সেলোনার অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। বার্সার সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২১ সালের জুন পর্যন্ত। এরপর ন্যু ক্যাম্পে মেসিকে দেখা যাবে কিনা সময়ই বলে দেবে।