ইন্টারে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মেসি

0

লোকসমাজ ডেস্ক॥ গত কিছুদিন ধরে লিওনেল মেসির ইন্টার মিলানে যোগ দেয়ার গুজব ছড়িয়েছিল ইউরোপের সংবাদমাধ্যমগুলোতে। এর সঙ্গে যুক্ত হয় রোনালদিনহোকে জেল থেকে ছাড়াতে টাকা দিয়েছেন মেসি। এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার।
মেসির ইন্টারে যাওয়ার খবর এবং রোনালদিনহোকে প্যারাগুয়ের জেল থেকে ছাড়াতে মেসি ১৩ কোটি টাকা দিয়েছেন; এসব খবর প্রথম ছড়ায় আর্জেন্টিনার খেলাধুলা বিষয়ক টেলিভিশন চ্যানেল টিএনটি স্পোর্টস। অফিসিয়াল টুইটার ও ইনস্টাগ্রামে লিওনেল মেসি টিএনটি স্পোর্টসের প্রকাশিত খবরকে ‘ফেক নিউজ’ বলে জানিয়েছেন। টিএনটি স্পোর্টেসর টুইট করা ওসব ভুয়া খবরের স্ক্রিনশট যুক্ত করে মেসি তার অফিসিয়াল টুইটার ও ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ফেক নিউজ। ইন্টার মিলানে যাওয়ার খবর এবং রোনালদিনহোকে টাকা দেয়ার খবর; সবগুলোই মিথ্যা। ঈশ্বরকে ধন্যবাদ ওদেরকে (টিএনটি স্পোর্টস) কেউ বিশ্বাস করেনি।’