যশোরের তীরেরহাট এলাকাবাসীর অভিযোগ এক অপরাধী চক্রের বিরুদ্ধে

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামে একটি অপরাধী চক্রের মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য ইছাহক আলী ও আক্তারুজ্জামান মঙ্গলবার এই অভিযোগ করেছেন। এই বাহিনীর হোতা হিসেবে তীরেরহাট গ্রামের বাসিন্দা হত্যা মামলার আসামি আলমগীর হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগ ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে দাবি করেছেন আলমগীর।
লিখিত অভিযোগে বলা হয়েছে, তীরেরহাট গ্রামের আলমগীর হোসেন ,কুদ্দুস হোসেন ও সেলিম হোসেন উঠতি বয়সের ছেলেদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করেছে। বাহিনীর প্রধান আলমগীর হোসেন এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী শরিফুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। শরিফুল পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর সে দীর্ঘ দিন নিশ্চুপ ছিল। কিন্তু বর্তমানে আলমগীর তুষার বাহিনী গঠন করেছে। এই বাহিনীর সদস্যরা চাঁদাবাজি সরকারি জমি দখল, মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। তারা এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ার কারণে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। এই বাহিনীর বিপক্ষে অবস্থান করে বিপাকে পড়েছেন সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান। বাহিনীর সদস্যরা আক্তারুজ্জামানের নির্মাণাধীন দোকান ভেঙ্গে দিয়েছে। আলমগীর হোসেন এলাকায় ভয়ঙ্কর হিসেবে পরিচিত। সে কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যা মামলার আসাসি। মামলাটি বিচারাধীন রয়েছে। এই বিষয়ে আলমগীর হোসেন মুঠোফোনে জানিয়েছেন, তাকে হয়রানি করার জন্য প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করেছে। তার কোন সন্ত্রাসী বাহিনী নেই। স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুজ্জামান জানিয়েছেন, কোতোয়ালি থানা থেকে বুধবার বিকেলে একটি অভিযোগের কপি তার কাছে পাঠানো হয়েছে। অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তুষার বাহিনীর বিরুদ্ধে খোঁজ খবর নেয়া হচ্ছে।