করোনা টিকার অপো : সর্বোচ্চ প্রাপ্তি নিশ্চিত করতে হবে

0

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত কভিড-১৯ সংক্রমণ রোধ করা সম্ভব হয়নি। সংক্রমণের সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। অন্যদিকে বাংলাদেশের মতো গরিব দেশের পে দীর্ঘদিন লকডাউন বলবৎ রাখাও সম্ভব হয়নি। জীবন ও জীবিকার প্রয়োজনেই ধীরে ধীরে খুলে দিতে হয়েছে কলকারখানা, অফিস-আদালত। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার অনুমতি দেওয়া হয়েছে। জীবনযাত্রা প্রায় আগের মতোই স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়নি। সংক্রমিত হলে ঘরে বা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলতে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই এখন ‘নতুন স্বাভাবিক’ জীবনযাত্রায় খাপ খাইয়ে নিতে শুরু করেছে। অন্যদিকে অপোয় আছে করোনাভাইরাসের ভ্যাকসিনের। এরই মধ্যে ভ্যাকসিন বা টিকার বিষয়ে বেশ কিছু সুখবর আমরা পেয়েছি। এসব খবর আমাদের আশাবাদী করছে।
যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা ট্রায়ালে ভালো কার্যকারিতা দেখিয়েছে। তারা এখন শেষ পর্যায়ে ১৩ হাজার মানুষের ওপর এর পরীা করবে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার টিকা ফেজ-১ ও ২-তে কার্যকর ফল দেখিয়েছে, বর্তমানে ফেজ-৩ প্রায় শেষের দিকে এবং ফল প্রকাশের অপোয়। এরও প্রাথমিক ফল আশাব্যঞ্জক। এখন যুক্তরাজ্যে আরেকটি ছোট অ্যাডভান্সড স্টাডি চলছে, তার ফলাফল যদি একই রকম হয়, তাহলে এই টিকা দ্রুতই যুক্তরাষ্ট্রের এফডিএর ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল (ইইউএ) বা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়ে যাবে বলে জানা গেছে। চীনের সিনোভ্যাক কম্পানির উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা বাংলাদেশে পরীার অনুমতি দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে চীনের এই টিকা বাংলাদেশে সহজে পাওয়ার পথ খুলে গেছে। একই সঙ্গে বিভিন্ন দেশে অন্য যেসব টিকা নিয়ে কাজ চলছে, সেগুলো পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশের প্রথম সারির ওষুধ কম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে টিকা নিয়ে সমঝোতা চুক্তি করেছে। এর মধ্য দিয়ে সেরাম উৎপাদিত অক্সফোর্ডের টিকা বাংলাদেশে আনতে পারবে বেক্সিমকো। সরকারের তরফ থেকে যেহেতু কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ রা করা হচ্ছে, ফলে যে টিকা আগে ব্যবহার উপযোগী হবে, সেটি কম পরিমাণে হলেও বাংলাদেশ পাবে। এসব খবরে আমরা আশাবাদী হতে পারি। দেশ করোনামুক্ত করতে টিকার সর্বোচ্চ প্রাপ্তি নিশ্চিত করতে কবে।