যশোরে বিপ্লব হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পোল্ট্রি খামার মালিক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় ইজিবাইকচালক বিপ্লব মোল্যা হত্যাকান্ডে জড়িত সন্দেহে জাহিদুল হক জাহিদ নামে একজন পোল্ট্রি খামার মালিককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। আটক জাহিদুল হক শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার আমিরুল হকের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর শেখ শাহিনুর রহমান জানান, বিপ্লব মোল্যা হত্যাকান্ডে জাহিদের জড়িত থাকার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে গত বৃহস্পতিবার বিকেলে ঘোষপাড়া এলাকা থেকে তারা তাকে আটক করেন। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা জানান, হত্যা মামলায় নিহতের স্ত্রী ও দুই বন্ধুকে গত ২৬ আগস্ট তিনি একদিনের রিমান্ডে নিয়েছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিপ্লব মোল্যা হত্যার ঘটনায় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আটক জাহিদের পুরাতন কসবা ঘোষপাড়ায় একটি পোল্ট্রি খামার রয়েছে। উল্লেখ্য, সদর উপজেলার কামারগন্না গ্রামের ইউনুচ আলীর ছেলে বিপ্লব মোল্যা শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রায় ৩ মাস আগে নিজ ঘরে তার রহস্যজনক মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে নিহতের পিতা ইউনুচ আলী বিপ্লব মোল্যার স্ত্রী কুলসুম আক্তার ও দুই বন্ধুকে আসামি করে গত ১৮ আগস্ট কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।