বৃষ্টিবিঘ্নিত দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

0

লোকসমাজ ডেস্ক॥ রোজ বোলে টস জিতে ব্যাটিং বেছে নেয়াটাই যেন কাল হলো পাকিস্তানের। বৃষ্টি বাধায় মনোযোগ ধরে রাখা রীতিমত কঠিন হয়ে পড়েছে তাদের ব্যাটসম্যানদের। শুরুতেই ধাক্কা খেয়ে শুরু। তবু বিপদ সামলে উঠেছিল সফরকারিরা। কিন্তু বৃষ্টি ফের ঝামেলা করল, এরপরই ব্যাটিং বিপর্যয়।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই আগের টেস্টের সেঞ্চুরিয়ান শান মাসুদকে হারায় পাকিস্তান। জেমস অ্যান্ডারসনের এলবিডব্লিউয়ের শিকার হয়ে মাসুদ ফেরেন মাত্র ১ রান করে। ৬ রানে প্রথম উইকেট হারানো সফরকারিরা দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আবিদ আলি আর আজহার আলি যোগ করেন ৭২ রান। দেখেশুনেই খেলছিলেন আজহার। ৮৫ বল মোকাবেলায় ২০ রান করা পাকিস্তান অধিনায়ককে দ্বিতীয় স্লিপে ররি বার্নসের ক্যাচ বানিয়ে জুটিটি ভাঙেন ওই অ্যান্ডারসনই। পাকিস্তান ২ উইকেটে ৮৫ রান তোলার পর অনেকটা সময় বৃষ্টির কারণে খেলা ছিল বন্ধ। এর মধ্যেই চা-বিরতিতে যায় তারা। বিরতির পর আনপ্রেডিক্টেবলরা হারিয়ে বসে হাফসেঞ্চুরিয়ান আবিদ আলিকেও। ১১১ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রান করে তিনিও দ্বিতীয় স্লিপে ধরা পড়েন, স্যাম কুরানের বলে। এরপর আসাদ শফিক উইকেটে দাঁড়াতে পারেননি। স্টুয়ার্ট ব্রডের ডেলিভারি স্টিয়ার করতে গিয়ে ৫ রান করে তৃতীয় স্লিপে ডম সিবলির তালুবন্দী হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ১১৭ রানে ৪ উইকেট। এমন চাপের মুখে উইকেটে আসেন ১১ বছর পর সুযোগ পাওয়া ফাওয়াদ আলম। ফেরাটা একদমই সুখকর হয়নি। শূন্য রানেই ক্রিস ওসকের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ১২০ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে পাকিস্তান।