মাগুরা সড়কে ট্রাক উল্টে হেলপারের মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর-মাগুরা সড়কের সাদীপুর নামকস্থানে গতকাল ভোরে ট্রাক উল্টে হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।  শনিবার ভোর রাতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার আরিজুল ইসলাম (২৮) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা এলাকার বাসিন্দা ছিলেন।
যশোর-ফায়ার সার্ভিসের লিডার মাজেদুল হক জানিয়েছেন, ভোর অনুমান ৫টার দিকে লোহা বোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-৬০৫১) মাগুরার দিক থেকে যশোর আসছিল। বাঘারপাড়ার সাদীপুর নামকস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে হেলপার আরিজুল নিহত হন। ফায়ার সার্ভিসের লিডার মাজেদুল হক সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এবং ট্রাকের চালক রবিউল ইসলাম ওরফে জয়নাল (৫০) ও সুরুজ (১৮) নামে দু’জনকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। রবিউল ইসলামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলর পূর্ব নলতায়। পিতার নাম অহেদ আলী। সুরুজের বাড়ি মানিকগঞ্জের শিবালয় এলাকায়। হাসপাতালে ভর্তি করার পরপরই তারা অন্যত্র চলে যান।
অপরদিকে ভোর ৪টার দিকে যশোর-নড়াইল সড়কের হামিদপুরে ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এতে সাগর (১৬) ও চালক রাসেল (২৮) নামে ২ জন আহত হন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করেন। আহত সাগর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বেলাল মিয়ার পুত্র। রাসেলের বাড়িও একই এলাকায়। হাসপাতালে সকালে ভর্তি করার পরপরই তার অন্যত্র চলে যান।