নির্যাতন ও অবহেলায় কারাগারে বিএনপি নেতাদের মৃত্যু হচ্ছে: মির্জা ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ সরকারি নির্যাতন ও কারা কর্তৃপরে অবহেলার কারণে বিএনপির নেতাকর্মীরা অসুস্থ হয়ে অহরহ কারাগারে মারা যাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তুরহান আহমেদ মজিদ কারাগারে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ শোক বার্তা পাঠানো হয়।
বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বারিত শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, তুরহান আহমেদ মজিদ মিথ্যা মামলায় আটক হয়ে কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে মঙ্গলবার সকাল ৯টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন। তার চিকিৎসায় কারা কর্তৃপরে চরম অবহেলা এবং অসুস্থতার সাথে সাথে চিকিৎসা না দেয়ার কারণে তার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপরে এই ধরনের অমানবিকতার তীব্র নিন্দা ও ােভ প্রকাশ করে তুরহান আহমেদ মজিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তুরহান আহমেদ মজিদ ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ কর্মী। দলের সকল কর্মসূচীতে তিনি সক্রিয় অংশগ্রহণ করতেন নির্দ্বিধায়। বর্তমানে বিএনপিসহ বিরোধী দল-মতের লোকেরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের স্বাভাবিক মৃত্যু হবে কি- না এ নিয়ে তারা আতঙ্কে সময় পার করছে। মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করা হয়েছে বলেই কারাগারের ভেতরে বিএনপির নেতাকর্মীদের জীবন যাচ্ছে কিন্তু তারপরেও কারা কর্তৃপকে জবাবদিহিতার আওতায় আনা হয় না। কারাগারে তুরহান আহমেদ মজিদের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও বাক্যহারা হয়ে পড়েছি। তিনি বলেন, কারাগারে বিএনপি নেতাকর্মীদের এহেন মৃত্যুতে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী।