রাজীব হত্যা মামলায় আটক হলেন কারাবন্দি সজিব, রিমান্ড আবেদন পিবিআই’র

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবা নিরিবিলি এলাকার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার আসামি স্থানীয় ছাত্রলীগ নেতা সজিবুর রহমান সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে একইদিন কারাগারে থাকা সজীবকে রাজীব হত্যা মামলায় আটক দেখাতে তদন্ত কর্মকর্তার আবেদন আদালতে মঞ্জুর হয়। তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই মো. জিয়াউর রহমান জানান, রাজীব হত্যা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি সজিব। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ হত্যা মামলায় গত অক্টোবর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। এ কারণে রাজীব হত্যা মামলায় তাকে আটক দেখাতে আদালতে আবেদন জানানো হয়েছিল। বৃহস্পতিবার আদালতে তার আবেদন মঞ্জুর হয়েছে। আটক আবেদন মঞ্জুর হওয়ায় সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য পরে একই আদালতে তিনি ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আরো জানান, এর আগে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ইব্রাহিম মোল্লা ও জয়নাল হওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। আগামী ২৩ জানুয়ারি ওই দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য তার করা রিমান্ডের আবেদনের শুনানির জন্য দিন ধার্য্য করেছেন আদালত। উল্লেখ্য, গত বছরের মাঝামাঝিতে পুরাতন কসবা নিরিবিলি এলাকার এক ব্যক্তির বাড়ি নির্মাণের জন্য শ্রমিক মাটি খুঁড়তে গিয়ে একটি মুখ বন্ধ প্লাস্টিকের ড্রাম উদ্ধার হয়। পরে ওই ড্রামের ভেতর মানুষের কঙ্কাল পাওয়া যায়। এরপর পিবিআই’র নিবিড় তদন্তে বেরিয়ে আসে কঙ্কালটি রাজীব নামে এক যুবকের। দীর্ঘ ৭ বছর আগে তিনি নৃসংশ হত্যার শিকার হয়েছিলেন। যার মূল হোতা একই এলাকার আজিজুল হক বুকড়ার ছেলে সজিব। এ ঘটনায় সজিবের নাম উল্লেখসহ অজ্ঞাতানামাদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন নিহতের পিতা ফারুক হোসেন।