পাইকগাছা বিএনপির ১৬ নেতা কর্মীর জামিন নামঞ্জুর : খুলনা বিএনপির নিন্দা

0

খুলনা ব্যুরো ॥ পুলিশের দায়ের করা মামলায় পাইকগাছা উপজেলা বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে সোমবার  খুলনার আদালতে নেতাকর্মীরা জামিনের আবেদন করেন। জামিন নামঞ্জুর করে নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে, গত ১৬ এপ্রিল ডুমুরিয়া উপজেলা বিএনপির ৭৫ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করা হয়। আগামীকাল বুধবার খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ রূপসা উপজেলার বিএনপি নেতাকর্মীদের কয়েকটি মামলায় হাজিরা রয়েছে।
বিবোধী দল-মত দমন-নিপীড়নে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলীয় স্বার্থে আদালতকে ব্যবহারের নির্লজ্জ হস্তক্ষেপে বিশ্ব রেকর্ড করেছে অভিযোগ করেছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।