করোনার টিকা উৎপাদনে চুক্তি করলো ব্রাজিল

0

লোকসমাজ ডেস্ক॥ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান আস্টাজেনেকার পরীক্ষামূলক টিকা স্থানীয়ভাবে উৎপাদনের জন্য চুক্তি করেছে ব্রাজিল। শনিবার ১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আস্ট্রাজেনেকার টিকা এই মুর্হুতে করোনা প্রতিরোধে গবেষণা বা পরীক্ষামূলক ধাপে থাকা প্রায় ১০০ টিকার মধ্যে সবচেয়ে অগ্রগামী পর্যায়ে রয়েছে। সংস্থা ইতোমধ্যে আস্ট্রাজেনেকার কাছ থেকে টিকা কেনার ঘোষণা দিয়েছে।
ব্রাজিলের দ্বিতীয় শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্মকর্তা এলসিও ফ্রাঙ্কো এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ব্রাজিল প্রায় তিন কোটি ডোজ টিকা উৎপাদন করবে। এর অর্ধেক ডিসেম্বরে এবং বাকী অর্ধেক আগামী বছরের জানুয়ারিতে উৎপাদন শেষ হবে। তিনি জানান, ব্রাজিল টিকার জন্য অর্থ দিচ্ছে। তবে কোনো কারণে টিকা যদি লাইসেন্সের সব প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারে কিংবা অন্য টিকা আগে অনুমোদন পেয়ে যায়, সেক্ষেত্রে ঝুঁকিও ব্রাজিল বহন করবে। এই টিকাটি উৎপাদন করবে দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ফানডাকো ওসভালদো ক্রুজ। বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে প্রায় ১২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৫ হাজারের বেশি আক্রান্ত।