যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়িয়ে গেলো

0

লোকসমাজ ডেস্ক॥ প্রায় দুই দশক চলমান ছিল যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম আগ্রাসন। চাপিয়ে দেওয়া ওই যুদ্ধে ৫৮ হাজার ২২০ জন আমেরিকানের মৃত্যু হয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ মৃত্যু সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের ওপর নতুন করোনাভাইরাসের আঘাত কতটা ব্যাপক, এ তুলনা থেকে তা স্পষ্ট হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বুধবার সকালে দেওয়া হালনাগাদ তথ্যানুযায়ী, কোভিড-১৯-এ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫৮ হাজার ৩৫৫ জন। প্রাদুর্ভাব শেষ হতে এখনও অনেক দেরি; সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তার আশঙ্কা, গবেষকরা চিকিৎসার কার্যকর উপায় বের করতে না পারলে আসছে শরতেও প্রাদুর্ভাব থাকতে পারে করোনাভাইরাসের। ফাউচি বলেছেন, গ্রীষ্মে ভাইরাসের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ নাও হতে পারে এবং এর ফিরে আসা অনিবার্য। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত ১৮ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে ১০ লাখের সীমা পার করেছে। দেশটিতে শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১০ লাখ ১২ হাজার ৫৮৩ জনে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ অভিযোগ করছে, প্রশিক্ষিত কর্মী ও উপকরণের ঘাটতির কারণে পরীক্ষার আওতা সীমিত থাকায় অনেক আক্রান্ত অশনাক্ত অবস্থায় রয়ে গেছে। এসব কারণে যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।