৪২০ কোটি ডলার দান করছেন ম্যাকেনজি স্কট

0

লোকসমাজ ডেস্ক॥ ম্যাকেনজি স্কট বিভিন্ন দাতব্য সংস্থায় দান করে দিচ্ছেন ৪২০ কোটি ডলারের বেশি অর্থ। চার মাস আগে জুলাইয়ে তিনি ১৭০ কোটি ডলার উপহার দেয়ার ঘোষণা দেন। ম্যাকেনজি স্কট হলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী। এ বছর তার সম্পদ বৃদ্ধি পেয়েছে ২৩৬০ কোটি ডলার। ফলে তিনি এখন ৬০৭০ কোটি ডলারের মালিক। এ খবর দিয়ে অনলাইন ব্লুমবার্গ বলেছে, ম্যাকেনজি হলেন বিশ্বের ১৮তম ধনী। মঙ্গলবার তিনি এক ব্লগ পোস্টে সর্বশেষ ৪০০ কোটিরও বেশি ডলার দান করে দেয়ার কথা ঘোষণা করেন। এ জন্য তিনি তার টিমকে নির্দেশনা দিয়েছেন কিভাবে দ্রুত এই অর্থ দান করে দেয়া যায় তা বের করতে। তিনি মিডিয়াম নামের ব্লগে লিখেছেন, করোনা ভাইরাস মহামারি আমেরিকার জনজীবনের ওপর এক ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে। এসব মার্কিনি জীবনের সঙ্গে লড়াই করছেন। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্যখাতও তাই। নারীদের অবস্থা শোচনীয়। বিভিন্ন জাতি, বর্ণের মানুষ বসবাস করছেন দারিদ্র্যে। পক্ষান্তরে কিছু বিলিয়নিয়ারের সম্পদ বৃদ্ধি পেয়েছে। ম্যাকেনজি স্কট এ বছর এ পর্যন্ত দান করেছেন ৬০০ কোটি ডলার। রকফেলার ফিলানথ্রোপি এডভাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা মেলিসা বারম্যানের মতে, সক্রিয় দাতব্য সংস্থার কাছে একজন ব্যক্তি জীবিত অবস্থায় এক বছরে এত বিপুল পরিমাণ অর্থ দান করেননি এর আগে।