দক্ষিণ গাজায় ইসরায়েলের অভিযান,নিহত ২৮

0

লোকসমাজ ডেস্ক ।। সতর্কতা জারির পরই দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনী বোমা হামলা শুরু করেছে। এ হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই শিশু রয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে এই হামলা শুরু করেন ইসরাইলি সেনারা।

হামাদ শহরের আবাসিক ভবনে হামলার পর ২৬টি মৃতদেহ এবং ২৩ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মৃত্যু হয় আরও দুইজনের। উত্তর গাজার বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশের লক্ষ্যবস্তুতেও হামলা চালাচ্ছে ইসরাইল। এর আগে গাজার উত্তরাঞ্চলীয় এলাকায় হামলা চালিয়েছিলেন ইসরাইলি সেনারা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে দেশটির এক হাজার ২০০ মানুষ নিহত হন। হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরাইল। এতে গাজায় এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। যাদের আট হাজার নারী ও শিশু। ( ‍সূত্র: আলজাজিরা)