খুলনায় করোনায় প্রথম মৃত্যু

0

খুলনা ব্যুরো॥ করোনা উপসর্গ নিয়ে খুলনায় মঙ্গলবার (২১ এপ্রিল) দুই ব্যক্তি মারা যান। এদের নমুনা পরীার পর সন্ধ্যায় একজনের করোনা পজিটিভ আসে। এ ঘটনায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হলো। মৃত ব্যক্তি রূপসা উপজেলার বাসিন্দা। খুলনা মেডিক্যাল কলেজের অধ্য ডা. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার খুলনা অঞ্চলের ১৯১টি নমুনা পরীা করা হয়েছে। এরমধ্যে খুলনায় মঙ্গলবার সকালে মারা যাওয়া দুই জনের নমুনাও ছিল। এগুলো পরীায় রূপসার এক ব্যক্তির করোনা পজিটিভ আসে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুর রহমান জানান, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে রূপসা উপজেলার এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। তার জ্বর-সর্দি-কাশিসহ করোনার উপসর্গ ছিল। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীার জন্য পাঠানো হয়। মৃতের স্বজনরা জানান, পাঁচ দিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। পরে পরীায় তার করোনা পজিটিভ আসে। উপসর্গ নিয়ে অপর মৃত্যুর বিষয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্ট আইসোলেশন ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়। তবে করোনা পরীায় নেগেটিভ রিপোর্ট আসে। এদিকে রাতে রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন বলেন, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের পরিবারগুলোকে লকডাউন করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহের কাজ শুরু হয়েছে। অন্যদিকে খুলনার সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তির পরিবারের মোট পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তার গ্রামের ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে। উল্লেখ্য, খুলনায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মত্যু হলো। আর করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। এরমধ্যে মঙ্গলবার একজনের মৃত্যু হয়। আর চুয়াডাঙ্গার এক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া করোনা আক্রান্তের মধ্যে তিন জন চিকিৎসকও রয়েছেন। করোনা আক্রান্ত দুই জন চিকিৎসককে ঢাকায় পাঠানো হয়েছে। আর একজন চিকিৎসককে খুলনার ডেডিকেটেড করোনা হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া ৯ জন চিকিৎসককে খুলনার মিলেনিয়াম হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।