আম্পায়াররা বোলারদের ক্যাপ এবং সোয়েটার নিতে অস্বীকার করতে পারবেন

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের পর মাঠে খেলা ফিরলে বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে প্রত্যেককে। সচেতন থাকবেন আম্পায়াররাও। এজন্য বোলারদের ক্যাপ এবং সোয়েটার নিতে অস্বীকার করতে পারবেন আম্পায়াররা। ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে বোলারদের ব্যবহৃত ক্যাপ ও সোয়েটার গ্রহণ করবেন না আম্পায়ররা। পাশাপাশি রৌদ্র চশমাও নেবেন না আম্পায়াররা। এ বিষয়ে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি বলছে, খেলোয়াড়রা তাদের ব্যক্তিগত সামগ্রী নিজেদের অধীনে রাখবেন। চাইলে তাঁরা সীমানা দড়ির কাছে গিয়ে ক্যাপ, সোয়েটার রেখে আসতে পারবেন। তবে আম্পায়ারদের গ্লাভস ব্যবহারে নিরুৎসাহিত করছে সংশ্লিষ্টরা। বলের আকৃতি পরিমাপ করতে গ্লাভস বাধা হবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা। কিন্তু গ্লাভস ব্যবহার না করলে ঝুঁকি বাড়ার শঙ্কা প্রকাশ করা হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার ফুলঝুরি ছোটে। অধিকাংশ বল যায় গ্যালারিতে। দর্শকদের হাতে ছোঁয়া বল ব্যবহারে বাড়তি ঝুঁকি তো থাকবেই। পাশাপাশি ইসিবি আরেকটি ইস্যু নিয়েও গভীর চিন্তা করছে। পেস বোলাররা বল সাইন করতে মুখের লালা ব্যবহার করে। করোনার পর ইসিবি তাদের খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলবে, প্রয়োজনে মুখের লালা ব্যবহার নিষিদ্ধ করতে পারে। ইসিবির মতে, প্রত্যেক ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের মুখের লালা ব্যবহারে দিক নির্দেশনা দিতে পরে। এ বিষয়ে তারা এমসিসির দৃষ্টি আকর্ষণ করেছে।