করোনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের ব্যর্থতায় খুলনা বিএনপির উদ্বেগ

0

খুলনা ব্যুরো ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের ব্যর্থতা, মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের বিভ্রান্তিকর কথাবার্তায় খুলনা মহানগর বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত ডিসেম্বরে চীনে এই ভাইরাসের মারাত্মক বিস্তার এবং পরবর্তীতে ইটালি ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ ইউরোপের শক্তিশালী দেশসমূহে এই ভাইরাসে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটেছে। বেশ কয়েক সপ্তাহ সময় পাওয়া সত্ত্বেও সরকার এ বিষয়টি একেবারে হালকাভাবে নিয়ে তারা মহাব্যস্ত ছিল কয়েক শ কোটি টাকা ব্যয়ে রাজনৈতিক উৎসব নিয়ে। সরকারের ব্যর্থতার কারণে এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকির মধ্যে গোটা দেশ। খুলনা মহানগর ও জেলায় সরকারি সূত্রে আজ পর্যন্ত ১ হাজার ১০৭ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এক উপজেলা চেয়ারম্যান বিদেশ থেকে এসে অবাধে অনুষ্ঠানাদিতে প্রশাসনের নাকের ডগায় অংশগ্রহণ করছেন। এ বিষয়গুলো নগরবাসীসহ খুলনায় মানুষের মধ্যে ব্যাপক ভীতির সৃষ্টি করেছে। সাধারণভাবে জ্বর সর্দি বা অন্যান্য সমস্যায় চিকিৎসা দিতে ডাক্তার ও চিকিৎসা সংশ্লিষ্ট অন্যান্যরা রোগীদের এড়িয়ে চলছেন।
করোনা ভাইরাসের এই দুঃসময়ে সরকারে চরম উপেক্ষায় জনদুর্ভোগ আরও তীব্রতর হয়েছে দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি এবং কিছু আবশ্যকীয় পণ্য ও সেবাসামগ্রীর দুষ্প্রাপ্যতা। চালের বাজার মারাত্মক অস্থির। কেজিতে ১০/১২ টাকা বৃদ্ধি। নানা নিত্যপণ্যের মূল্য বাজারভেদে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমত নিচ্ছেন। মাস্ক হ্যান্ডস্যানিটাইজারসহ জরুরি সেবাসামগ্রী সরবরাহ ঘাটতির কথা বলে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে। অবস্থাদৃষ্টে সরকার আছে কিনা তা নিয়ে জনমনে বিস্তর প্রশ্ন ! একইসাথে গুরুতর অসুস্থ প্রতিহিংসার বিচারে কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাতির এই দুঃসময়ে মুক্তি দিয় সরকার মানবিকতার পরিচয় দিবে বলে সমগ্র দেশবাসী আশা করে। বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।